শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      
গ্রামবাংলা
বাঞ্ছারামপুরে আলুর বীজের উচ্চ মূল্য, দিশেহারা কৃষক
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:৪২ এএম  (ভিজিটর : ২৭০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চলছে গোল আলু রোপণ সময়।উপজেলার ১৩ টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে আলুর জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা।

আবহাওয়া অনুকূলে থাকলেও আলু বীজের চড়া দামে দিশাহারা হয়ে পড়েছে কৃষকরা। আগাম জাতের আলু চাষের মৌসুম শুরু হলেও দামের কারণে চাষিদের মাথায় হাত। সরকারি ডিলার পর্যায়ে আগাম জাতের আলু বীজের সরবরাহ না থাকায় বাজারে দাম লাগামহীন হয়েছে।


উপজেলার সোনারামপুর ইউনিয়নের কৃষক মোর্শেদ মিয়া, কৃষক হাবিব মিয়াসহ একাধিক আলু চাষিরা জানান, মৌসুমে যে আলু কৃষকের থেকে ব্যবসায়ীরা ২০ টাকা কেজি নিয়েছিল, সেই আলুই রোপণ মৌসুমে কৃষকদের কাছে ৭০-৭৫ টাকা দরে বিক্রি করছে।


চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা চাহিদার তুলনায় কম আলু হিমাগার থেকে বের করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে। এসব নিয়ে সংশ্লিষ্ট বিভাগের তদারকি নেই বলে ভুক্তভোগীরা জানান।তারা ব্লক সুপারভাইজার বা কৃষি বিভাগ তাদের কোন খোঁজ খবর রাখেন না।তারা মাঠে না এসে অফিসে বসে কাগজে রিপোর্ট করেন।


মানিকপুর,উজানচর ও রুপসদী ইউপিতে খোজ নিয়ে জানা গেছে, সার, আলু রোপণ পরিচর্যা, কীটনাশক এবং উত্তোলন পর্যন্ত সব মিলিয়ে বিপুল খরচ গুনতে হচ্ছে কৃষকদের। পরে যদি আবহাওয়া বৈরী হয় এবং মূলে পচন ধরে তাহলে কৃষককে পথে বসতে হবে।


বাঞ্ছারামপুর  উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন হাওরে প্রায় গোল আলু ৩১০ হেক্টর এবং মিষ্টি  লম্বা আলু ১৬০  হেক্টর জমিতে রোপণ হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসির উদ্দিন বলেন, ‘বাঞ্ছারামপুর উপজেলায় আলু বীজের ডিলার না থাকায় চাষিদের অন্য এলাকা থেকে বীজ সংগ্রহ করতে হচ্ছে তাই খরচটা বেশি পড়ছে। বিষয়টি আমাদের হাতে নেই। তারপরও আমি তদারকির এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে আগামী বছর এ সমস্যা তৈরি না হয়।’

একাধিক চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের কাছে ফসল বিক্রির সময় ন্যায্যমূল্য পান না অথচ সার বীজ কিটনাশক ওষুধসহ সব কিছুই চড়া দামে কিনতে হয় চাষিদের। সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে থাকলে এবার মৌসুমি আলু উৎপাদনের লক্ষ্যমাত্রাও ব্যাহত হতে পারে।

কেকে/এইচএস




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
কর্মস্থলে ৭ বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন কর্মচারী
নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝