রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ওয়ার্ডে সদস্য সংগ্রহের পর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কোলকোন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে চলে এ সদস্য যাচাই-বাছাই কার্যক্রম।
কোলকোন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান বেঞ্জুর নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফুজ্জামান, যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন লেবুসহ সকল যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব আব্দুল কাদের জয়নাল প্রমুখ ।
জানা যায়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য দলের সংশ্লিষ্ট কেউ আবেদন করে থাকলে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সাড়ে ৯ বছরের পুরাতন ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্যের কোলকোন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেয় গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি। এ কমিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কর্মী সম্মেলন করে প্রতিটি ওয়ার্ড কমিটি ভেঙে দিয়ে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করে। আগ্রহীরা ফরম সংগ্রহ করে সদস্য হওয়ার জন্য আবেদন করে। আবেদনগুলো যাচাইয়ের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিবে আহবায়ক কমিটি। পরে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে অবগত করবেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আখেরুজ্জামান মিলন বলেন, সকল ইউনিয়ন আহবায়ক কমিটিকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আহবায়ক কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। এরপর উপজেলা আহবায়ক কমিটি ইউনিয়ন কমিটি গঠনের তারিখ ঘোষণা করবে।
কেকে/এইচএস