বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত মামলার আসামী ( চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ) নান্টু কুমার কর (৩৪) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে গ্রেফতার হয়।
রোববার(২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে আখাউড়া বিওপির টহল দল আইসিপি থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ওই সেচ্ছাসেবকলীগ নেতা নান্টু কুমার কর, চট্টগ্রাম পটিয়া উপজেলার দৌলতপুর করপাড়ার বাসিন্দা সুচীন্দ্র কর এর ছেলে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় সেচ্ছাসেবকলীগ নেতা নান্টু কুমার কর আত্মগোপনের উদ্দেশ্যে আখাউড়া আইসিপি দিয়ে ভারতে গমন করবে। এমন সংবাদে আখাউড়া বিওপির টহল দল দ্রুত আইসিপিতে পৌছায়। এবং সেচ্ছাসেবকলীগ নেতা নান্টু কুমার কর ও তার স্ত্রী শান্তা রানী নাথ'কে আটক করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
কেকে/এমএস