ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (২৩ নভেম্বর) মারা যান পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান মজুমদার (৬৫)। সেই শোকে পরিবারের সবাই শোকাচ্ছন্ন।
এ অবস্থায় জানা গেল, আব্দুর রহমান মজুমদারের ছেলে রমজান আলী মজুমদারও (৩২) ডেঙ্গুতে আক্রান্ত তার অবস্থাও সংকটাপন্ন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় আব্দুর রহমান জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিতে থাকেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ২০ নভেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।
এদিকে, শরীরে জ্বর অনুভব হলে ১৯ নভেম্বর ছেলে রমজান আলী বেসরকারি একটি হাসপাতালে রক্ত পরীক্ষায় জানতে পারেন তারও ডেঙ্গু পজিটিভ। এরপর বাড়িতে চিকিৎসা নিতে থাকেন তিনি। শনিবার বাবার মৃত্যুর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয় রমজান আলীকে।শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় তার অবস্থাও সংকটাপন্ন।
এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়গত শুক্রবার পিন্টু প্রামানিক এবং ১৮ ই নভেম্বর তুষার আলী নামে দুইজন আরএনপিপি শ্রমিকের মৃত্যু হয়। তারা ডেঙ্গু আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং ডেঙ্গু ইউনিটের ইনচার্জ ডাক্তার শফিকুল ইসলাম শামীম
কেকে/এমএস