শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      
গ্রামবাংলা
দখল-দূষণে প্রাণ নেই নরসুন্দার
মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:৩৫ পিএম  (ভিজিটর : ৯০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কিশোরগঞ্জ জেলা শহরের বুক চিরে বয়ে গেছে একসময়ের খরস্রোতা ও প্রমত্ত নরসুন্দা নদী। দেশের অন্যতম বৃহত্তম নদ ব্রহ্মপুত্র থেকে নরসুন্দা নদীর উৎপত্তি। নদীটি হোসেনপুর থেকে কিশোরগঞ্জ শহর হয়ে ৫৭ কিলোমিটার পথ বেয়ে করিমগঞ্জে গিয়ে ধনু নদীতে পড়েছে। এ নদীটির তীরেই একসময় গড়ে ওঠে প্রাচীন ও ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ কিশোরগঞ্জের নগরসভ্যতা।

এ নদীর তীর ঘেঁষে রয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজ, ঐতিহাসিক পাগলা মসজিদ, উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থাপনা।

বর্তমানে কঙ্কালসার অস্তিত্ব নিয়ে শুধু টিকে থাকা নদীটি দখল আর দূষণে মৃতপ্রায়। দিন যত যাচ্ছে, ততই নাজুক হচ্ছে পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের তথ্য অনুযায়ী, নদীর পাড়ের প্রায় ৬৫ শতাংশ জায়গা দখল করে আছেন শতাধিক ব্যক্তি। তবে স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, দখলদারের সংখ্যা কমপক্ষে ৪০০ জন হবে।

পরিবেশ রক্ষা কর্মীরা জানান, অতীতে নরসুন্দার ভয়াল রূপের কারণে মানুষ আঁতকে উঠত। কিন্তু বর্তমানে নদী ভরাট, অবৈধ দখল, মাত্রাতিরিক্ত দূষণ, কচুরিপানা নরসুন্দার অতীত ঐতিহ্যকে গ্রাস করে ফেলছে। নদীর পানি ছেয়ে গেছে কচুরিপানার কারণে। দেখে মনে হয় সবুজে ঘেরা বিস্তৃত কোনো মাঠ। নদীর বিশাল অংশ চলে গেছে অবৈধ দখলদারদের কবজায়।

পরিবেশবাদীদের দাবি ও আন্দোলনের মুখে বিগত সরকার ২০১২ সালে নরসুন্দা খনন ও সৌন্দর্যবর্ধনে ১০৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হয়। মর্যাদা পায় নরসুন্দা লেকসিটির। প্রশাসনের উদ্যোগে নদীর দুই পাড়ে বহুতল ভবনসহ বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর বেদখল হওয়া জায়গাও উদ্ধার করা হয়। পরে কিছুদিনের মধ্যেই অভিযান থেমে যায়।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, নরসুন্দা নদীকে অবৈধ দখলদারদের থেকে রক্ষার্থে সিএস নকশা অনুযায়ী অবৈধ দখলদারদের তালিকা করে বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসুন্দা নদীতে পরামর্শক প্রতিষ্ঠান আইডব্লিউএম কর্তৃক যাচাই চলমান রয়েছে। বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষার সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  দখল-দূষণ   নরসুন্দা   প্রাণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জন্মদিনে যশের সঙ্গে দুবাইয়ে নুসরাত জাহান
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
জুলাইয়ের ঘোষণাপত্রে আলেমদের অবদান উল্লেখ থাকতে হবে: আতাউর রহমান
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝