রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিকের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। তবে সংঘর্ষের সঠিক কারণ এখনো জানা যায়নি।
বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, উভয় পক্ষের চাপে তারা সেখান থেকে ফিরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং তেজগাঁও শিল্পাঞ্চলের একটি অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কেকে/এইচএস