রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী এ বিষয়টি জানা যায়নি।
আজিজ হলের শিক্ষার্থীরা জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা আজীজ হলে এসে প্রথমে বুটেক্স শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এমন সময় আজিজ হলের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বুটেক্সের ওসমানী ও নজরুল হলের আবাসিক শিক্ষার্থীরা যুক্ত হতে এলে বিটাকে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ে। এতে দুই পক্ষের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালীন রাত ১০টা ৩০মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ১ ঘন্টা অবধি তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারপর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের সাথে মিমাংসার চেষ্টা করে। মিমাংসার এক পর্যায়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্স শিক্ষার্থীদের উপর ইট মারা শুরু করে, এতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করে। এতে বুটেক্স শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়। রাত আড়াইটায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে আজীজ হলের শিক্ষার্থীরা হলে ফিরে যায়। অন্যান্য শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে গিয়ে আজীজ হলের শিক্ষার্থীদের হলে থাকার নিরাপত্তা চান।
কেকে/এমআই