“ রুখবো দুর্নীতি,গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” স্লোগান নিয়ে ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ পরিচালক তাহাসিন মুনাবিল হক। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবু মোঃ খয়রুল কবির, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.মোঃ খালেদ তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান খাঁন, তেঁতুলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিরা কান্ত রায়, আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বোদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান প্রামানিক, দেবীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম শাহ্ধসঢ়;, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বসাক, হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মোছাঃ খালেদা পারভীন, পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মুসা সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেশ হায়াত মিলন প্রমুখ।
সভায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহিত কর্মসূচিসমুহ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাস্তবায়নের পরামর্শ দেন দুদক উপ পরিচালক তাহাসিন মুনাবিল হক।
এ সময় দুদক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাধীন উপজেলা সমুহের দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমএস