ফেনীর বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা ও ১২৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় ফেনী জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. শাওন শওকত উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ থেকে ১৯ কেজি পলিথিন জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা, নাজিম এন্টারপ্রাইজ থেকে ৬০ কেজি পলিথিন জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা, ও রুবেল এন্টারপ্রাইজ থেকে ৪৫ কেজি পলিথিন জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদফতর কাজ করছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে