প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২২ পিএম (ভিজিটর : ১২১)
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য
তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে ‘ভারী থেকে অতি
ভারী’ বৃষ্টিপাত হতে হয়েছে। গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া
দক্ষিণ ভারতে আঘাত হেনেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারী
বর্ষণে দেশটির অনেক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়াও ট্রেন পরিষেবার
বিঘ্ন ঘটছে। চেন্নাই শহরে মানুষ জলাবদ্ধ রাস্তায় নৌকা ব্যবহার করছে। কোনো
কোনো এলাকার রাস্তায় বৃষ্টির পানি গাড়ির ইঞ্জিনের চেয়ে উঁচুতে পৌঁছে গেছে।
এদিকে
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, ‘পুর্ণোদ্যমে’ ত্রাণ
কাজ চলছে। সরকার পরিচালিত রেস্তোঁরায় বিনামূল্যে খাবার সরবরাহের ঘোষণাও
দেওয়া হয়েছে।