রংপুরে গর্ভবতী মা ও শিশুর মাঠ পর্যায়ে প্রসব পূর্বক চেকআপ ও প্রসবোত্তর সেবা প্রদানে এবং গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিতে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে "ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক”।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পূর্বগেটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এই ভ্রাম্যামাণ মা ও শিশু ক্লিনিকের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসিবুল হাসান রুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তফা জামান চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নরমাল ডেলিভারি ইউনিট প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মিতালী ভট্টাচার্য, গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আনিসা বেগম, সাবেক গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আজিজা বেগম লুসি,সংগীত শিল্পী অন্তর রহমান প্রমুখ।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান বলেন,উত্তরবঙ্গের সর্বাধুনিক হাসপাতাল হিসেবে পরিচিত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (ডক্টরর্স হসপিটাল প্রা: লি:)রংপুরের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম "ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক” যাত্রা শুরু করল। এখানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করতে এ থাকছেন দক্ষ গাইনী চিকিৎসক এবং নার্স। অত্যাধুনিক মানের ভ্রাম্যমাণ আল্ট্রাসনোগ্রাম মেশিন,নরমাল ডেলিভারির জন্য সুপ্রসন্ত কেবিন রয়েছে। এছাড়াও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে দক্ষ শিশু বিশেষজ্ঞ। এছাড়াও রোগীদের দ্রুততম রোগ নির্ণয়, সর্বোচ্চ চিকিৎসা, শ্রেষ্ঠ সার্ভিস ও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা রয়েছে।
কেকে/এইচএস