জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর
স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে রাতে রাজধানীতে শিক্ষা ভবনের সামনে
অবস্থান কর্মসূচি করেছেন। অনেক শিক্ষিকাও অবস্থান করছেন।
বুধবার (১৬ অক্টোবর) রাত ১০টায় তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর রাত পৌনে ১০টা দিকে রাস্তা ছেড়ে দেন তারা।
দাবি
আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি দিয়ে রাস্তায় শুয়ে
পড়েছেন শিক্ষকরা। এসময় অনেককে শুয়ে শুয়ে কান্নাকাটি করতে দেখা গেছে। আবার
অনেককে মোনাজাত ধরতেও দেখা গেছে।
বুধবার
বেলা ১১টা থেকে শিক্ষা ভবনের সামনে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের মতো
অবস্থান নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকরা।
দিনভর তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রথম
দিন আন্দোলন করে ফিরে গেলেও দ্বিতীয় দিন বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা
হলেও শিক্ষকরা ফিরে যাননি। একপর্যায়ে তারা সেখানে রাতে অবস্থান নেওয়ার
ঘোষণা দেন।
রাত
সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান শাহবাগ থানা পুলিশের একটি দল। দায়িত্বরত
পুলিশের কর্মকর্তা শিক্ষকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। প্রয়োজনে
বৃহস্পতিবার তাদের আবারও আন্দোলন করতে আসতে বলেন।
এর
আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রথম দিন তারা আন্দোলন করেন। বাংলাদেশ
বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি করছেন
তারা।