রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় একটি বাসা থেকে শাহিদা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার
(১৬অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাও তিলপা পাড়া ৬নম্বর রোডের বাসা থেকে
মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে
পাঠায়।
খিলগাঁও
থানার উপ পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম জানান, শাহিদা খিলগাঁও তিলপা পাড়া
গৃহকর্তা নুরুল হায়দারের বাসায় তিন বছর যাবৎ গৃহকর্মীর কাজ করতো। তার
গ্রামেরর বাড়ি গৌরিপুর, থানা: গৌরিপুর, জেলা: ময়মনসিংহ জেলার গৌড়িপুর
উপজেলায়। বাবার নাম মোঃ শহিদ।
তিনি
আরো জানান, গৃহকর্তা নুরুল হায়দার একটি ফিন্যান্সিয়াল কোম্পানিতে চাকুরী
করেন। সন্ধ্যার দিকে অফিস শেষে বাসায় ফিরে ভিতর থেকে দরজা বন্ধ পায়। অনেক
ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে শাহিদাকে ফ্যানের
সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে খিলগাঁও থানায় ফোন
দিয়ে জানান। পরে বাসায় এসে শাহিদা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। তবে কি
কারনে শাহিদা গলায় ফাঁসি দিয়েছে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। বিস্তারিতত
জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।