সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘আন্তঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট-২০২৪’-র ট্রফি উন্মোচন করা হয়েছে। এ টুর্নামেন্টের প্রচার ও স্পন্সর সহযোগী দৈনিক খোলা কাগজ।
মঙ্গলবার (২৬ নভেম্বরে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জমকালো অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন আন্তঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াসির আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের স্পন্সর ও প্রচার সহযোগী দৈনিক খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, স্পন্সর আইটিএসই প্রতিষ্ঠানের পরিচালক মাইদুল ইসলাম চৌধুরী, ষড়ঋতু প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ূন কবির জুয়েল প্রমুখ।
এছাড়াও অংশগ্রহণকারী দল এসএমইউ অফিসার্স বুলেটের অধিনায়ক আশরাফুল ইসলাম হিমেল, এসএমইউ টাইগার্স অধিনায়ক নাদীম সীমান্ত, এসএমইউ ফাইটার্স অধিনায়ক আশরাফ আহমদ, এসএমইউ লায়ন্স অধিনায়ক আবুল হামজা, এসএমইউ এইটস্টার অধিনায়ক পাবেল আহমদ, এসএমইউ ওয়ারিয়র্স অধিনায়ক আনোয়ার হোসেন ও সবকটি দলের খেলোয়াড় উপস্থিত ছিলেন।
কেকে/এমআই