কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম।
বিকেল তিনটায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জিআরপি থানার ওসি মো. এমরান হোসেন।
ওসি এমরান হোসেন বলেন, আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি। নিহতের পরিবারদের সঙ্গে যোগাযোগ করছি। আর এ ঘটনা প্রকৃত কারণ জানার চেষ্টা করতেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে রেল কর্তৃপক্ষ। ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকালে বুড়িচং উপজেলার কালিকাপুর রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ জনই ঘটনাস্থলে নিহত হয়।
এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ১ জন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
কেকে/এজে