বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমসাময়িক কালে আমরা বেশ কয়েকটি বিপ্লব দেখেছি শ্রীলঙ্কায়, ইরাকে ও মিশরে। এ ধরনের গণঅভ্যুৎখানের পর যেখানে পুলিশ থাকে না সেখানে বিশৃংঙ্খলা হওয়াটা স্বাভাবিক।
মঙ্গলবার (২৬ নভেম্বর ) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এসব বিপ্লবে বিপ্লব হয়ে যায় কিন্তু কিছু দেশে থেকে যায়। এই লেজগুলোই পতিত হয়ে দেশে বিশৃঙ্খলা ও শয়তানি শুরু করে। বিএনপি এদের বিরুদ্ধে আছে, থাকবে এবং লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। তিনি আরো বলেন, ১৬ বছর শেখ হাসিনা সরকারের আমলে আমাকে মামলা দিয়েছিলেন। এসব মামলা আমি কখনোই মেনে নেইনি। তারা যে অন্যায় করেছে, তাদের শাস্তি তারা নিজেই পেয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
কেকে/এমএস