ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, তিতাস গ্যাসের কর্মকতাদের অবহেলা, দুর্নীতি ও অবৈধ লাইন বাণিজ্যের বলি হয়ে অনেক মানুষ মৃত্যুরপথে। এর আগেও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে লাইন বিস্ফোরণ হয়ে অনেক মানুষ নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় বার্ণ ইউনিটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
তিনি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, এর দায় কে নেবে?
এর আগে গত ২৪ নভেম্বর (রোববার) দিবাগত মধ্যরতে রাজধানীর মিরপুর-১১ তে তিতাস গ্যাসের অবৈধ লাইন লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণে নিহত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারী খলিলুর রহমানের স্ত্রী ও তিন সন্তান দগ্ধ হয়ে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছে।
প্রতিনিধি দলে ছিলেন- ইসলামী আন্দোলনের আইন বিষয়সক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর পশ্চিম শ্রমিকনেতা আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মাদ ওমর ফারুক, আল-আমিন সিদ্দিকী প্রমুখ।
কেকে/এজে