গত ৩ নভেম্বর বরণ করে নেওয়ার ২৩ দিন পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ফাঁকা আসন পূরণে নতুন করে বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।
তিনি জানান, আজ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে ৮৫ জন শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে। যার মধ্যে ৬৩জন শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশন হয়ে শাবিপ্রবিতে বিষয় পেয়েছেন এবং বাকি ২২ জন প্রথমবারের মতো শাবিপ্রবিতে বিষয় পেয়ে ভর্তি হচ্ছেন। এছাড়া শাবিতে আগে থেকে ভর্তি হওয়া ১৩১ জন শিক্ষার্থীর সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে বলে জানান তিনি।
এদিকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সাত মাসেও ভর্তি কার্যক্রম শেষ না হওয়াতে অসন্তুষ্টি দেখা গেছে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের মাঝেও। তাদের অনেকে মনে করছেন, দীর্ঘ মেয়াদী ভর্তি প্রক্রিয়া হতে বের হয়ে শাবিপ্রবির উচিত নিজস্ব পদ্ধতিতে ভর্তি নেওয়া।
ভর্তি হতে আসা বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইশতিয়াক মাহমুদ ইভন বলেন, আমি প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি ছিলাম। পঞ্চম মাইগ্রেশনে শাবিপ্রবিতে বিষয় পাই। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফলে অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করেছি। একটি বিশ্ববিদ্যালয়ের নতুন একটি বিষয়ে পড়বো সেটা প্রথম থেকে শুরু করতে না পেরে অ্যাসাইনমেন্ট, এটেন্ডেন্স, টার্মটেস্টে অংশ নিতে পারিনি। এগুলো থেকে মার্ক কমে যাওয়ার ফলে অন্যদের থেকে পিছিয়ে থাকবো। আমি মনে করি দীর্ঘমেয়াদী এ ভর্তি প্রক্রিয়া থেকে শাবির বের হয়ে যাওয়া উচিত।
নতুন ভর্তি হতে আসা আরেক শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের অনামিকা ধর বলেন, গুচ্ছের কারণে গত ছয়মাসে বিভিন্ন জটিলতায় পড়তে হয়েছে। আমি মনে করি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া হতে বের হয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া উচিত।
এদিকে গুচ্ছের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের একটি মিটিংয়ে ডেকেছেন। আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের কেউই চায় না আমরা গুচ্ছে থাকি। একাডেমিক কাউন্সিলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা গুচ্ছে থাকবো না। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা আমাদের পরিবারের সকলের মতামতগুলো জানিয়েছি। আবারও তারা সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছে, সবাই বসবে। আশা করি সেখান থেকে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফিরতে পারবো।
উল্লেখ্য, গত সোমবার শাবিপ্রবিকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া হতে বের করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি।
কেকে/এজে