চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ মশাল মিছিল শুরু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা 'সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'আলিফ ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না',' আলিফ, আবরার, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' ইত্যাদি স্লোগান দেয়।
রাজু ভাস্কর্যের সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার দাবি করেন।
এসময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, আওয়ামী লীগ এখনো অনেকভাবে ফিরে আসার চেষ্টা করছে। তারা আমাদের হিন্দু ভাইদেরকে কাজে লাগিয়ে আমাদের এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আপনারা আজকে দেখেছেন চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী আলিফ ভাইকে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে।
তিনি বলেন, আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোন বিরোধ নেই। হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু সন্ত্রাসী সংগঠন ইসকন সীমালঙ্ঘন করে ফেলেছে। যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আপনারা দেখেছেন আজকে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। কারা হত্যা করলো কার ইন্ধনে হত্যা করা হলো আপনারা অনেকেই তা বুঝতে পেরেছেন। এই ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ ইসকনদের উস্কে দিচ্ছে। আওয়ামী লীগের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। কিভাবে দেশকে ধ্বংস করা যায় তার পরিকল্পনা করছে। আমরা আলিফ হত্যার বিচার চাই।
প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।
কেকে/এমএস