সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় কলেজটির কাজী নজরুল ইসলাম হলের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান, ইসকন হটাও দেশ বাঁচাও, ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না, আমার ভাই মরলো কেনো জবাব চাই জবাব চাই এসব স্লোগানগুলোতে উত্তাল হয়ে উঠেছিল কলেজের ক্যাম্পাস এলাকা।
বিক্ষোভ মিছিল শেষে কলেজে এক শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই মিছিলটি কোনো ধর্ম বিষয়ক নয়। আমরা কখনো উগ্রবাদীদের সমর্থন করি না। আজকের মিছিল কোনো উগ্রবাদী নয়। আমরা চাই ইসকনকে বাংলাদেশ থেকে নির্মুল করা হোক। আজকে চট্টগ্রামে যে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। আমাদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছারবো না।
মিছিলটি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বের হয়। ভিক্টোরিয়া কলেজ রোড দিয়ে ধর্মপুর বড় মোড়ে যায়। সেখান থেকে ঘুরে দৌলতপুর চৌমুহনীতে গিয়ে কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে শেষ হয়। মিছিলটি হল থেকে বের হওয়ার পরপরই রাস্তার আশেপাশে থেকে অনেক সাধারন লোকজনও মিছিলে যোগ দিয়েছে।
কেকে/এমএস