এবার প্রেমবাগানে কপোত-কপোতী নয়, জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে গ্রেফতার করেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৬নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির ভেলানগর গ্রামের প্রেমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, পুলিশের জুয়া প্রতিরোধ অভিযানে জুয়া খেলার সামগ্রী ও ৮১০০ টাকা উদ্ধারপূর্বক পাঁচজন জুয়াড়িকে ভেলানগর গ্রামের প্রেমবাগান থেকে গ্রেফতার করেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। তারা এলাকার চিহ্নিত জুয়াড়ি বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো নজরুল ইসলাম, তাপস মিয়া, আমান উল্লাহ, মীর সজীব ও হানিফ মিয়া। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
কেকে/এমএস