আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) ভোটে নির্বাচিত গাইবান্ধার ৭ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টায় গাইবান্ধা জেলা কার্যালয়ের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে নির্বাচিত এ ৭ জনকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির জনাব মো. আব্দুল করিম।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। এসময় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
নির্বাচিত হয়ে যারা শপথ নিয়েছেন তারা হলেন- সুন্দরগঞ্জ উপজেলায় অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলায় মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গাইবান্ধা শহর শাখায় অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, পলাশবাড়ী উপজেলায় আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলায় এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলায় মাওলানা ইব্রাহিম হোসেন ও ফুলছড়ি উপজেলায় মাওলানা সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে আসে। এই দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করে আমাদের ঈমানদারির সঙ্গে কাজ করতে হবে। আমাদের গণপ্রত্যাশা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
কেকে/এমআই