প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ পিএম (ভিজিটর : ১৪৫)
জয়পুরহাটে সংগীত চক্রের ঋতুভিত্তিক আয়োজন 'শরৎ সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত 'শরৎ সন্ধ্যা 'র উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর।
জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলামের সঞ্চালনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা 'শরৎ সন্ধ্যা'য় পরিবেশন করা গানে মুগ্ধ হয়ে পড়েন দর্শক শ্রোতারা।
শরৎ সন্ধ্যা অনুষ্ঠানে মান্না দে খ্যাত গান 'ও চাঁদ সামলে রাখ., ললিতা গো., কে তুমি তন্দ্রা হরণী'.. ও 'কত যে তোমায় বেসেছি ভালো'... পরিবেশন করেন রেডিও ও টেলিভিশনের বিশিষ্ট কণ্ঠ শিল্পী ডা. জাফর ইমাম।
অনুষ্ঠানে গীতিকার, সুরকার ফরহাদ সরকার পরিবেশন করেন 'হৃদয়ে দোলা দিল শরৎ এসে'.. ও 'শরৎ বাবু এচিঠি পাবে কি না জানি না..।
ডা. ফাতেমা জান্নাত নূরী ইরা পরিবেশন করেন 'তোমার খোলা হাওয়া.. ও এ মন তোমাকে দিলাম..।
সুকল কুমার চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে.., মাসুদা খানম 'প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে'.., রতন কুমার মালী 'মনের মানুষ কেঁদে চলে যায়'..
অনুপ কুমার রুপম 'কালার কথা কেন বলো আমায়'.., আজমিরা মায়াবী 'অনেক প্রেমে রাঙানো আমার এ মন'.., ও 'আমার মন বলে তুমি আসবে'.., আবুল কালাম 'রশিক আমার মন বান্ধিয়া'.. এবং সাইফুল ইসলাম পরিবেশন করেন 'হায়রে জীবন হইলে মরণ'..।