শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী বরাবর ৫২ দফা সংবলিত স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাবিপ্রবি শাখার নেতাকর্মীরা।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় “ছাত্রশিবির শাবিপ্রবি” নামের একটি ফেসবুক পেইজ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ছবি শেয়ার করা হয়।
স্মারকলিপিতে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে তারেক মনোয়ার ও সেক্রেটারি হিসেবে মাসুদ রানা তুহিন স্বাক্ষর করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, তারেক মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও মাসুদ রানা তুহিন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
দফাগুলো ১৩টি বিষয়ের উপর যার মধ্যে রয়েছে- ফ্যাসিবাদের মূলোচ্ছেদ, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, আবাসন, পরিবহন, নিরাপত্তা, গবেষণার মানোন্নয়ন, ইউসি, লাইব্রেরি, শিক্ষক নিয়োগ, ধর্মীয় উপসনালয়, শারীরিক শিক্ষা কেন্দ্র ও মেডিক্যাল সেন্টার সংক্রান্ত বিষয়।
স্মারকলিপিতে ছাত্রশিবির বলেন, উপর্যুক্ত প্রস্তাবনার আলোকে বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করা হবে বলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে। দ্রুততম সময়ের মাঝে শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনা করে উল্লিখিত প্রস্তাবনার আলোকে কার্যকর উদ্যোগ করবেন বলে উপাচার্যের কাছে বিনীত আবেদন জানন ছাত্রশিবির। স্মরকলিপিতে আরো বলা হয় একটি আদর্শ, নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
কেকে/এমএস