ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাত বার্ষিকী আজ। এ উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও সুরা ফাতিহা পাঠের পর ডা. শহীদ মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখার নেতাকর্মীরা।
বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ ইং সকাল ৭:৩০ মিনিটে বাংলাদেশ ঢাকা মেডিকেলের বহির্বিভাগের পাশে অবস্থিত শহীদ ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতিহা পাঠের পর টিএসসি সংলগ্ন ডা. শহীদ মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় তৎকালীন শাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে নিহত হওয়া ডা. শামসুল আলম খান মিলন। তার ৩৪ তম শাহাদাতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।
কেকে/এমএস