রাজবাড়ীর পাংশা উপজেলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা মৎস কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোয়াজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রাজিব খান, সোহান মন্ডল, রেজোয়ান হোসেনের মাতা রিপা রশিক, সমন্ময়ক প্রতিনিধি সাগর শিকদার, হাসিবুল ইসলাম শান্ত, উপজেলার সকল কর্মচারী-কর্মকর্তা সহ আন্দোলনে আহত, আহত পরিবারের সদস্য, নিহত পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
স্মরণসভায় শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামানা করে বিশেষ মোনাজাত করেন পাংশা মডেল মসজিদের ইমাম আমিরুল ইসলাম।
কেকে/এমআই