শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।
আজ বুধবার ভোরে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শহিদের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সমমনা জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের এই দিনে এইচ এম এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছিলেন। মিলনের আত্মদানের মধ্যদিয়ে সেদিনের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এইচ এম এরশাদের স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর ২৭ নভেম্বর শহিদ ডা. মিলন দিবস পালন করা হচ্ছে।