দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফ্যাসিবাদ সরকারের ছাত্রলীগ নামধারী গুন্ডবাহিনী দ্বারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও এ্যাড. শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, কুষ্টিয়া প্রেসক্লাবের ট্রেজারার এম লিটন-উজ-জামান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এ জে সুজন, খোলা কাগজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সৌরভ হোসেন, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন, কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী দিনে দুপুরে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পুলিশের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে।
বক্তারা আরও বলেন, অতি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করতে হবে। না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মাহমুদূর রহমান কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে এসে ছাত্রলীগের ক্যাডার বাহিনীর হাতে রক্তাক্ত জখম হয়, তাদের উদ্দেশ্য ছিল সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যা করার, কিন্তু কোনক্রমে সেদিন প্রাণে বেঁচে যায়। সেদিন ছাত্রলীগের ক্যাডার বাহিনী পুলিশ পাহারায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে, আমরা চাই ছাত্রলীগের পাশাপাশি সেইসব পুলিশ সদস্যেরও বিচারের আওতায় আনা হোক।
এ সময় মানববন্ধনে সাংবাদিকরা বলেন, চিন্ময় দাস কে গ্রেফতারের পরে সারাদেশে অস্থিরতা করে তুলেছে তার সমর্থকেরা, সন্ত্রাসী কর্মকান্ড যারাই করতে যাবে তাদেরকেই কঠোর হাতে দমন করতে হবে প্রশাসনের সহায়তায়, যেন এ দেশে আর কোনো সন্ত্রাসী বাহিনীর জন্ম না হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে হাজিরা দেওয়ার সময় তিনি হামলার শিকার হন। ২০২৪ সালের ১০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে সাংবাদিক মাহমুদুর রহমান ৬৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
কেকে/এজে