বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নাটোরের লালপুরে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি
সাইফুল ইসলাম রানা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য আব্দুল খায়ের একে, খোরশেদ আলম প্রমুখ।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেকে/এমএস