চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সালাউদ্দিন।
১৪টি ইউনিয়ন ও ১ পৌরসভার ২ হাজার ১০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ, ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের উচ্চ ফলনশীল বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে হিল্লোল চাকমা বলেন, বর্তমান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে। সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।
অনুষ্ঠানের সভাপতি ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পারলাম। সকলের সহযোগিতার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদনা পাওয়ার যোগ্য এমন কেউ বাদ পড়লে যোগাযোগ করবেন, পরবর্তীতে দেয়া হবে।
কেকে/এমআই