রাজবাড়ী পাংশায় বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় রিয়াজ বিশ্বাস (৬৬) ও কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়ায় শিল্পী খাতুন (৪২) নামে দুই নারী পুরুষের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রিয়াজ বাহাদুরপুর ডাঙ্গীপাড়া গ্রামের মৃত বেলায়েত এর ছেলে এবং শিল্পী কলিমহর বসা কুষ্টিয়া লিয়াকত মন্ডলের স্ত্রী।
নিহত রিয়াজ বিশ্বাসের ছেলে রাসেল বলেন, বুধবার দুপুরে আমার বাবা গোয়াল ঘরে উপরে থাকা কাঠের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় বাড়িতে আমরা কেউ ছিলাম না। আমার মেয়ে রাইসা (৯) এটা দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে নামানোর পরে দেখে আমার বাবা মারা গেছে।
অপরদিকে কলিমহর বসা কুষ্টিয়া গ্রামের নিহত শিল্পী খাতুনের দেবর সওকত বলেন, আমার ভাবি শিল্পী দির্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমাদের আর এক ভাই আজিজ এর স্ত্রী ছাকিরন কিস্তি দিতে যাবার জন্য শিল্পীকে ডাকতে গেলে দেখে শিল্পী তার নিজ ঘরে বাঁশের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে দুটি ঘটনায় আমাদের দুটি টিমকে পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে পরবর্তি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
কেকে/এমএস