ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে ‘কালভার্টের মুখ বন্ধ করে বালি ভরাট’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক খোলা কাগজে প্রকাশিত হলে ব্যাপক তোপের মুখে পড়ে অভিযুক্ত স্থানীয় প্রভাবশালী জহিরুল ইসলাম।
খবরটি কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এরই অংশ হিসেবে তেঘরিয়া ইউনিয়নের আনোয়ার ফিলিংষ্টেশন এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযোগ পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজোয়ান। অভিযানে কালভার্ট বন্ধ করে দেয়াল দেয়াল ভেঙে পানির প্রবাহ খুলে দেন।
কেকে/এজে