সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম জানা গেছে ।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াই টায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে ও জুলাই গনহত্যার বিচার দাবিতে রংপুর মহানগর ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি বক্তব্য রাখেন।
জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোঃ সোহেল রানা ও সেক্রেটারি মোঃ সুমন সরকার। সভাপতি মোঃ সোহেল রানা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক(সম্মান) ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।মোঃ সোহেল রানার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী গ্রামে। অন্যদিকে সেক্রেটারি মোঃ সুমন সরকার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) ১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।
শিবিরের সভাপতি মোঃ সোহেল রানা খোলা কাগজকে বলেন, আমার সব সময় ছাত্রদের পাশে থেকে ন্যায়বিচার ও নৈতিকতা নিয়ে কাজ করতে চাই। আমরা ছাত্রদের যেকোনো সমস্যায় পাশে থাকবো।আমরা ছাত্রদের নিয়ে ঐক্যের শক্তি হিসেবে কাজ করে যাবো।
কেকে/এইচএস