শিল্প নগরী টঙ্গীতে চাঁদা দাবী ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুমিন উল্লা নামে একজন শিল্প উদ্যোক্তা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে টঙ্গী বিসিক এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিল্প উদ্যোক্তা জিন্স কালেকশন নামে একটি ওয়াশিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী বলেন, বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন তিনি। সেই সুবাদে স্থানীয় দুটি কারখানার ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষী হয়েছিলেন তিনি। পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপক্ষ তাকে নানা ভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় কথিত একটি অনলাইন টিভিতে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ওই কথিত সাংবাদিক বিভিন্ন সময় আমার প্রতিষ্ঠানে এসে টাকা দাবী করে আসছিল। মদিনা ওয়াশিং কারখানার মালিক মুস্তাফিজুর রহমান তাকে একাধিক বার প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
এসময় গণমাধ্যম কর্মীদের কাছে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, এই চক্রটি আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই শিল্প উদ্যোক্তা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিন্স কালেকশনের নির্বাহী পরিচালক শাহ আলম দুলাল, পরিচালক এনায়েত হোসেন ভুইঁয়া প্রমূখ।
কেকে/এমএস