ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী রোদসী ইসফার ফাতেমীর মৌলিক
গানের প্রথম অ্যালবাম ‘অনুভূতির আলোড়ন’। অ্যালবামে গান থাকছে ১১টি। সব
গানের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।
আগামীকাল
অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অনুভূতির আলোড়ন’ এর ভিডিও প্রকাশিত হবে রোদসীর
নিজস্ব ইউটিউব চ্যানেলে। অ্যালবামের বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও একই
চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানগুলোর সংগীত আয়োজন করেছেন রোদসী, জগৎ জিত ও
আদিব কবির।
অ্যালবাম
প্রসঙ্গে রোদসী বলেন, পপ ঘরানার গানগুলোতে প্রেম ও বিরহ এসেছে ভিন্ন ভিন্ন
আঙ্গিকে। গানগুলো এ সময়ের ছেলেমেয়েদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
অনুভূতির আলোড়নের সব গান নিয়ে রোদসীর প্রথম একক লাইভ শো অনুষ্ঠিত হবে আগামী
১৫ নভেম্বর। ২০১৫ সালে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে
নেওয়ার মধ্য দিয়ে রোদসীর গানের পথচলা শুরু হয়।