সাবেক ডাকসুর ভিপি, এমপি ও মন্ত্রী আলহাজ্ব আমানউল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচন দিবে এবং একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে আর সে সরকার হবে বিএনপি সরকার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং সে সরকারের অধীনেই প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হবে।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম তালুকদার, উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস আহবায়ক শাফায়াত মাহমুদ, জালাল উদ্দীন মেম্বার, আবুল কালাম মেম্বারসহ অনেকে।
কেকে/ এমএস