জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রামে ইসকন অনুসারী ঘাতক চক্রের হাতে নির্মমভাবে নিহত লোহাগাড়ার কৃতি সন্তান আইনজীবি সাইফুল ইসলাম আলিফ একজন ইসলামপ্রিয় লোক ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন একজন মহৎ ব্যক্তি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের লোহাগড়ায় আইনজীবি সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার নৃশংস খুনের ঘটনায় পুরো বাংলাদেশের জনগণ শোকাহত ও মর্মাহত। এ খুনের ঘটনার সঙ্গে জড়িত ঘাতক চক্রকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে বর্তমান সরকার।
অপরদিকে তিনি অতীতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মনগড়া সিদ্ধান্তের মাধ্যমে জামায়াতের কর্মবীরদের ফাঁসি দিয়ে হত্যার করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কথা স্বরণ করে তিনি বলেন, এই মহান চট্টগ্রাম উনারই বক্তব্যের স্মৃতি বিজড়িত দ্বীনি ইসলামের স্তম্ব। এই চট্টলার লালিত কন্যা লোহাগাড়া-সাতকানিয়া ইসলামি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাই আমি ইসলামি আন্দোলনে লোহাগাড়া-সাতকানিয়াবাসীর কাছে অনেককিছু প্রত্যাশা করছি। বক্তব্যে তিনি ইসলামি আন্দোলনের আত্মত্যাগী কর্মবীর এডভোকেট সাইফুল ইসলাম আলিফের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি দোয়া করেন মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন।
এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ খুনের ঘটনার তীব্র নিন্দা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর জামায়াত আমির আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, এসিস্টেন সেক্রেটারী মাওলানা মো. শাহাজাহান, মহানগর নায়েবে আমির নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী বদরুল হক, এসিস্ট্যান্ট সহকারী মুহাম্মদ জাকারিয়া, জামায়াত নেতা জাফর সাদেক, লোহাগাড়া উপজেলা জামায়াত আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা আবুল কালাম, সাবেক উপজেলা জামায়াত আমির ও জেলা কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দীন নোমান, গার্ডিয়ান কালচারাল একাডেমির সেক্রেটারী উপাধ্যক্ষ শাহাদাত হোসেন, সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, আমিরাবাদ জামায়াতের নায়েবে আমির ও লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম প্রমুখ।
এসময় অতিথিরা শহিদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতের মাধ্যমে বিশেষ মোনাজাত করেন।
কেকে/এজে