ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের তালা ভেঙে টিসিবির ৩১ বস্তা ডাল লুট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. একরাম হোসেন ভূঁইয়া। সরিষা ইউনিয়নের মেসার্স কাঁচামাটিয়া স্টোরের ডিলার মো. সোহাগ মিয়ার দায়িত্বে ছিল লুট হওয়া টিসিবির ডালের বস্তাগুলো।
সোহাগ মিয়া জানান, ৭৮৫ জন কার্ডধারী দরিদ্র পরিবারের জন্য রাখা ৩১ বস্তা ডাল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখেছিলাম। আজ বৃহস্পতিবার উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ করার কথা ছিল। ৩১টি বস্তায় থাকা প্রায় ৯০ হাজার টাকার ডাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, বুধবার রাতে পরিষদের একটি কক্ষে ডালের বস্তাগুলো রেখে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকালে টিসিবির পণ্য বিতরণ করতে এসে দেখি ওই কক্ষের দরজার তালা ও চৌকাঠ ভাঙা। ভেতরে ঢুকে দেখি ডালের বস্তাগুলো নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। পরে থানায় লিখিত একটি অভিযোগও দায়ের করেছি।
এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম কিবরিয়া দিনভর অভিযান করেও কোন মালামাল উদ্ধার করতে পারেননি।
ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া বলেন, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঘটনাটি ঘটেছে। ইউনিয়ন পরিষদের পুরোনো হাফ বিল্ডিংয়ের একটি কক্ষে ডালের বস্তাগুলো রাখা হয়েছিল। সেই কক্ষের দরজা মজবুত ছিলোনা। তবে তালা লাগানো ছিল। দরজা ও তালা ভেঙে ডালের বস্তাগুলো লুট করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পয়েছি। মালামাল উদ্ধারে অভিযান চলছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য গায়েবের বিষয়টি জেনেছি। ইউপি চেয়ারম্যান, থানা-পুলিশ ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।
কেকে/এজে