ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার
(১৭ অক্টোবর) দুপুরে শহরের এলজিইডি ভবনের সামনের সড়ক থেকে মো. বাদল শেখকে
আটক করে। বাদল শেখ পিরোজপুরের এজাজপুর গ্রামের সোবাহান শেখের পুত্র।
ডিবির ওসি মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের
প্রবেশদ্বার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। জেলা পুলিশ। সুপারের
নির্দেশে অভিযান পরিচালনাকালে সন্দেহমূলক হওয়ায় মো. বাদল শেখকে আটক করা হয়।
পরে জনসম্মুখে তার দেহ তল্লাশি চালিয়ে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার
বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায়
হস্তান্তর করা হয়েছে।