মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, শিবচর (মাদারীপুর)
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৭:০০ পিএম (ভিজিটর : ১৬৬)
ছবি: প্রতিনিধি
দেশের ৬৪ জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নিয়ে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ২৫০ জন প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
কেকেএমআরসির আয়োজনে ভোর ৫ টা ৪০ মিনিটে ২১ কি.মি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা শুরু হয়। এরপর একই স্থান থেকে সকাল ৬টায় শুরু হয় ১০ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট সময় নিয়ে এই দৌড় প্রতিযোগীতা শেষ হয়।
প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণ ও সকল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় দুটি ধাপে ৬টি ক্যাটাগরিতে ম্যারাথন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করে।
এসময় পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসিমন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, নিরাময় হাসতালালে ব্যবস্থপনা পরিচালক ড. গোলাম সরোয়ার ও ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজক ও কেকেএমআরসি স্বত্বাধিকারী আবুল ফজল লেলিন।
কেকে/এমএস