ইসকনকে উগ্রবাদী, জঙ্গী ও স্বৈরাচারের সঙ্গী সংগঠন আখ্যা দিয়ে তা বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে এবং আইনজীবি আলিফ হত্যায় চিন্ময় কৃষ্ণ দাসসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের নালিতাবাড়ীর আলেম-ওলামা, মুসল্লি ও তৌহিদী জনতা।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর নালিতাবাড়ী শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি, আলেম-ওলামা ও তৌহিদী জনতা একত্রিত হয়ে শহরে এ বিক্ষোভ করেন।
বাদ জুমা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে আলেম-ওলামা ও তৌহিদী জনতা উপজেলা পরিষদের সামনে জড়ো হন। পরে ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি ও মার্কাজ মসজিদের খতিব মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদরাসার মোহতামীম এবং ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা মোশতাক আহমেদ, মাওলানা মাহাদী হাসান, মাওলানা ওসমান গণি, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি তৈয়ব আলী আকন্দ, মাওলানা সামেদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সমবেত আলেম-ওলামা, তৌহিদী জনতা ও মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী জামে মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
কেকে/এজে