সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
প্রিয় ক্যাম্পাস
খোলা কাগজের সাংবাদিক নাজমুল সবুজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
হাছিবুল ইসলাম সবুজ, কুবি
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯:১৩ পিএম আপডেট: ২৯.১১.২০২৪ ১০:০৩ পিএম  (ভিজিটর : ৩৪৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রয়াত নাজমুল সবুজের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সদস্যরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এর আগে তার পরিবার নিজ এলাকা বরুড়ায় তার কবর জিয়ারত করেন।

নাজমুল সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ থেকে ১ম শ্রেণি পেয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে দৈনিক খোলা কাগজে ২০২২ সালের ১৭ এপ্রিল কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করা শুরু করেন। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে মানব কন্ঠ, খোলা কাগজ ও বনিকবার্তাসহ প্রথম সারির বেশ কযেকটি জাতীয় ও আঞ্চলিক প্রত্রিকায় কাজ করেন।

বিশ্ববিদ্যালয়ের সময়কালে প্রশাসনের নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যসহ প্রশাসনের নানা অসংগতির সংবাদ প্রকাশ করে টনক নাড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। তার এ সাহসী সাংবাদিকতার কারণে বিভিন্ন সময়ে সাংবাদিক সমিতি থেকে বর্ষসেরা ও অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার পেয়েছিলেন। সুনামের সাথে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পাড়ি জমিয়ে এ তরুণ সাংবাদিক কাজ করা শুরু করেন নিজ জেলা কুমিল্লায়। মাত্র এক বছরের কম সময়ে অর্থনীতি, রাজনীতি, খেত-খামার, শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তিসহ নানান বিষয়ে নিয়ে কাজ করেন। তার এ চমৎকার কাজে জন্য খোলা কাগজের পত্রিকা থেকে বর্ষসেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

নাজমুল সবুজ ২০২২ সালের ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীতে এক আত্মীয়ের বাসায় হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ২৭ বছর। এ দিনটি আসলে তার পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুবান্ধবসহ আপনজনের মধ্যে দুখের ছায়া নেমে আসে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নোবিপ্রবিতে ইশারা ভাষা বিষয়ক কর্মশালার আয়োজন
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান
পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝