কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রয়াত নাজমুল সবুজের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সদস্যরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এর আগে তার পরিবার নিজ এলাকা বরুড়ায় তার কবর জিয়ারত করেন।
নাজমুল সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ থেকে ১ম শ্রেণি পেয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে দৈনিক খোলা কাগজে ২০২২ সালের ১৭ এপ্রিল কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করা শুরু করেন। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে মানব কন্ঠ, খোলা কাগজ ও বনিকবার্তাসহ প্রথম সারির বেশ কযেকটি জাতীয় ও আঞ্চলিক প্রত্রিকায় কাজ করেন।
বিশ্ববিদ্যালয়ের সময়কালে প্রশাসনের নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যসহ প্রশাসনের নানা অসংগতির সংবাদ প্রকাশ করে টনক নাড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। তার এ সাহসী সাংবাদিকতার কারণে বিভিন্ন সময়ে সাংবাদিক সমিতি থেকে বর্ষসেরা ও অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার পেয়েছিলেন। সুনামের সাথে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পাড়ি জমিয়ে এ তরুণ সাংবাদিক কাজ করা শুরু করেন নিজ জেলা কুমিল্লায়। মাত্র এক বছরের কম সময়ে অর্থনীতি, রাজনীতি, খেত-খামার, শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তিসহ নানান বিষয়ে নিয়ে কাজ করেন। তার এ চমৎকার কাজে জন্য খোলা কাগজের পত্রিকা থেকে বর্ষসেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
নাজমুল সবুজ ২০২২ সালের ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীতে এক আত্মীয়ের বাসায় হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ২৭ বছর। এ দিনটি আসলে তার পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুবান্ধবসহ আপনজনের মধ্যে দুখের ছায়া নেমে আসে।
কেকে/এজে