প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১:১৪ পিএম (ভিজিটর : ১৭০)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সাবেক শিবির নেতা নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নজরুল ইসলাম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালশাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বালশাবাড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর কিছুদূর টেনে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জাগো নিউজকে জানান, বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।