‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ। বিজয়ের মাসের প্রথম প্রহরে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারের আয়োজনেও রয়েছে বিশেষ চমক।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতায় জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করবেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদক্ষেপ বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, বরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবি নাসির আহম্মেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে- দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, একক আবৃত্তি ও একক নৃত্য। শিশু চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা ছাড়াও থাকছে-কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠ।
কেকে/এমএস