প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:০৩ পিএম (ভিজিটর : ১৩৬)
ছবি: প্রতিনিধি
বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে চলমান পাচঁ দিনের জোড় ইজতেমায় বিশ্বের ১৮ টি দেশের ২৫৭ জন বিদেশী শীর্ষ স্থানীয় মুরুব্বী অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতির মধ্যে এক মুসল্লী মৃত্যু হয়েছে।
মৃত আব্দুল হাকিম আকন্দ (৭২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতব্বরের ছেলে।
শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেন।
এবারের জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষ মুসল্লী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ১৮ দেশের ২৫৭ জন বিদেশী মুরুব্বী রয়েছেন। তারা হলেন, ইয়ামেনি ২৭, নরওয়ে ১, পাকিস্তান ৬১, সৌদিআরব ১৪, সিরিয়া ১, অস্ট্রেলিয়া ১৩, ইংল্যান্ড ৯, কিরিগিজস্থান ১৭, সিয়েরালিয়োন ২, জার্মানি ২, জাপানি ২, আমেরিকা ২, ইতালি ৫, কানাডা ৩, আফগানিস্তান ৭, ইন্ডিয়া ৮৯, চায়না ১ ও দুবাই এর ১ জন।
ইজতেমায় তাবলীগের তিন চিল্লার সাথী ও সময় লাগানো ওলামা হযরতরা উপস্থিত আছেন। শনিবার বাদ ফজর ছয় ছিফাত এর উপর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক রাইব্যান্ড। সকাল ১০ টার পর থেকে চলে কারগুজারীর আমল।
বাদ আছর বয়ান করবেন মাওলানা ফারুক, বাদ মাগরিব আমবয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা।
এদিকে জোড় ইজতেমাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, ইজতেমায় আগত মুসল্লীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কেকে/এমএস