রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভুমি)জান্নাতুল ফেরদৌস উর্মী, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী আল রাদিত রেশান,মিজবাহ-উল ইসলাম প্রমুখ।সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী আব্দুর রহমান (১২), মনোয়ারুল ইসলাম (২১), মফিজুল ইসলাম, শাহাদাত হোসেন সাব্বির (১৯), গোলাম রব্বানিসহ আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন সাব্বির আন্দোলনে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের গল্প শোনান। এসময় আন্দোলন চলাকালে রংপুরের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়ে আহত, কারাবরণ কারী শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য রাখেন। অশ্রুশিক্ত নয়নে কথা বলেন, ঢাকায় গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলামের বাবা রফিকুল ইসলাম। তিনি বলেন, আমার সন্তান আহত হয়েছে তাতে দুঃখ নাই, তবে ওই ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে । সেই সাথে শহিদ পরিবার ও আহতদের পূর্নবাসনকরা সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আহতদের পরিবারের সদস্যসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/এইচ এস