প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিজয়ের মাসের প্রথম প্রভাত। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’।
রোববার (১ ডিসেম্বর) ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসসি’র সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতায় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করেন পদক্ষেপ বাংলাদেশ’র সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।
সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করেছে- নৃত্যাক্ষ (এক সাগর রক্তের বিনিময়ে), মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা (রাঙামাটির রঙে চোখ জুড়ালো)।
দলীয় সঙ্গীত পরিবেশন করেছে- পদক্ষেপ বাংলাদেশ (মুক্তির মন্দির সোপান তলে), সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র (ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি), (আমার দেশের মতো এমন দেশ)।
একক সঙ্গীত পরিবেশন করেন- মারুফ হোসেন (সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি), নূর মো. রাজু (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে), মিতু রহমান, নীলা হাসান। একক আবৃত্তি করেন- নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ, ফরিদুজ্জামান।
এছাড়া দলীয় আবৃত্তি করেছে- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, কণ্ঠশীলন।
কেকে/এজে