বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় বুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।
ছাত্রদলের সাবেক নেতারা বলেন, শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকার মতলবে তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল। একারণেই দীর্ঘদিন দিন বিদেশে রয়েছেন তারেক রহমান। তিনি ফিরে না এলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি দেশের মানুষের মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তাই ছাত্র-জনতার অভ্যুত্থানের এতোদিন পরেও তিনি দেশে ফিরতে পারছেন না।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, মো. শাহেদুল আজিম সজল, সাব্বির মোস্তফা খান, আহসানুল রাসেল, মাহবুব আলম, আব্দুস সোবহান, আব্দুল মতিন, নেসার উদ্দিন, মামুন গাজী, আলী মর্তুজা, শাহরিয়ার পারভেজ, জাহিদ, জাহাঙ্গীর আলম, নাসিম উদ্দিন রুবেল, আব্দুল বারী সাদী, আব্দুল লতিফ, এসএম ফয়সাল, কবির ইকবাল, আল রনি, সুমন, মঞ্জু, মোবারক, জহির, চুন্নু ও আসাদুজ্জামানসহ বুয়েট, চুয়েট, রুয়েট এবং কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।