উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হল ই-ক্লাব ওমেন্স ফোরামের আয়োজনে ‘কিডলন প্রেজেন্টস ই-ক্লাব হেমন্ত মেলা’।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ও শুক্রবার (২৯ নভেম্বর) ধানমন্ডির জনপ্রিয় ভেন্যু শেফস টেবিলে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেন ই-ক্লাবের নারী উদ্যোক্তারা।
মেলায় উদ্যোক্তারা তাদের তৈরি বাহারি ডিজাইনের পোশাক, জুয়েলারি, চুড়ি, কসমেটিকস, শীতের পোশাকসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। আয়োজনটি শুধু একটি প্রদর্শনী ছিল না, এটি ছিল নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি এবং ব্যবসায়িক দক্ষতার প্রকাশের একটি অন্যতম প্ল্যাটফর্ম। মেলা দর্শনার্থীদের উপস্থিতি ও ক্রয়-বিক্রয়ের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে।
মেলার শেষ দিনে আয়োজিত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ই-ক্লাব প্রেসিডেন্ট ড. শাহ আলম চৌধুরী হিমু বলেন, নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং তাদের উদ্যোগগুলোকে প্রচারের আলোয় নিয়ে আসা ই-ক্লাবের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।
গভর্নিং বডির সম্মানিত চেয়ার কামরুল হাসান বলেন, এই মেলা শুধু একটি ব্যবসায়িক কার্যক্রম নয়, এটি নারী উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা আশাবাদী, এর মাধ্যমে উদ্যোক্তারা আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত হবেন।
এই মেলার সার্বিক দায়িত্বে ছিলেন- ই-ক্লাবের পিআর সেক্রেটারি ও ওমেন্স ফোরামের সদস্য রাবেয়া খাতুন লাকি। তিনি বলেন, মেলার সফলতা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। উদ্যোক্তাদের উচ্ছ্বাস এবং দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য অনুপ্রেরণা। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মেলার টাইটেল স্পন্সর ছিল- কিডলন, পাওয়ার্ড বাই এআরবি গ্রুপ, ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইভেন্ট সিটি এবং সাপোর্টিং পার্টনার হিসেবে ছিল হৈ হুল্লোড়, ইসলাম ডেন্টাল কেয়ার, তারিফাস ক্লসেট ও মেডিস্টোর। অন্যান্য স্পন্সর হিসেবে অংশ নেয় নাস্তা হাট এবং ডিজাইনার্স টু ইন্টেরিয়রস।
মেলার আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এই আয়োজনটি নারী উদ্যোক্তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ই-ক্লাব ভবিষ্যতে আরও এমন উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সহযোগিতা ও উৎসাহিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
কেকে/এজে