শিরোনাম: |
ছবি: খোলা কাগজ
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মহিদুল হক।
এতে বক্তব্য রাখেন- কাউনিয়া থানার ওসি তদন্ত মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস ছালাম সরকার, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইদ্রীস আলী, ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম ও আলহাজ্ব আব্দুল মজিদ প্রমূখ।
সভায় দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেকে/এইচএস